ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা লাভ করেন। এই দাখিলা জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল যা জমির নামজারি বা কেনা-বেচা এমনকি আরো ও অনেক ক্ষেত্রে দরকার হতে পারে ।
সর্বোচ্চ তিন বছরের অগ্রীম কর প্রদান করা যাবে ।
না, যেকোন সময়ই নিবন্ধন করা যাবে ।
অনলাইনে কর দেয়ার জন্য নিবন্ধিত প্রোফাইল থেকে খতিয়ান সংযুক্ত করে অনুমোদিত হওয়ার পর অনলাইন পেমেন্টের মাধ্যমে কর দিতে পারবেন ।
হ্যা, তবে শুধুমাত্র বসরকারী সংস্থার ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের দাবী আংশিক আদায় করা যায় ।
হ্যা, পারবে । আঞ্চলিক সংস্থা প্যারেন্ট সংস্থা অপশন হতে প্রধান শাখা কে আবেদন পাঠাতে পারবে এবং আবেদন গ্রহনের মাধ্যমে প্রধান সংস্থা আঞ্চলিক সংস্থার খাজনা প্রদান করতে পারবে ।